The 2nd International Conference on Disability and Disaster Risk Management will give policy makers, activists, experts, persons with disabilities and different stakeholders an opportunity to share progress and experiences on disability inclusive implementation of the Sendai Framework, the GPDRR outcome documents, SFDRR’s associated regional plans, the Dhaka Declaration – 2015 and to reflect on future priority actions for implementation of these frameworks and plans.
‘সেন্দাই ফ্রেমওয়ার্ক’ দীর্ঘ তিন বছর এবং ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হবার দু’বছর অতিক্রান্ত হলেও দুর্যোগ ঝুঁকি ব্যবস্হাপনায় পর্যাপ্তভাবে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত করণের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। তবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংঘটিত বেশ কয়েকটি দুর্যোগ ব্যবস্হাপনায় দেশগুলো স্ব-স্ব উদ্দ্যোগে প্রতিবন্ধিতা অর্ন্তভুক্তকরণ করেছে। ধীরে ধীরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত দুর্যোগ ঝুঁকি ব্যবস্হাপনায় এই ধারাবাহিক সম্মেলন জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এবং একে অপরের কাছ থেকে পারদর্শিতা শিক্ষার মাধ্যম হিসাবে আদৃত হবে।
It is with immense pleasure that I am announcing the hosting of the 2nd Conference on Disability and Disaster Risk Management at Dhaka, Bangladesh, during May 15 till 17, 2018
আগামী ১৫ - ১৭ মে, ২০১৮ সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্হাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিতে পেরে আমি যার পর নেই আনন্দিত হয়েছি।
I would like to congratulate the Ministry of Disaster Management & Relief of the Government of People's Republic Bangladesh for hosting the 2nd International Conference on Disability & Disaster Risk Management in May 2018
১৫ - ১৭ মে, ২০১৮ সময়ে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজন করায় আমি সাধুবাদ জানাচ্ছি। ২০১৫ সনে অনুষ্ঠিত ১ম সম্মেলনের সাফল্যে, ‘ঢাকা ঘোষণা’ গৃহীত হয় যা বহুদেশে এডভোকেসির বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এখন আমাদের দেখতে হবে দু’বছর পূর্বে আমরা কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কোথায় পৌঁছাতে হবে এবং সঠিক পথে এগোচ্ছি কি না।
It is an honor and a privilege to welcome you all to the 2nd Conference on Disability & Disaster Risk Management, scheduled during 15th till 17th May, 2018 at Dhaka, Bangladesh. The Ministry of Disaster Management &
১৫ - ১৭ মে, ২০১৮ সময়ে বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠেয় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্হপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলনে আপনাদের স্বাগত জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ এবং বেসরকারি সংস্থাসমূহকে সঙ্গে নিয়ে সম্মেলনটি আয়োজন করছে। সম্মেলনটির সকল ইভেন্ট ও অধিবেশন বাংলাদেশের ঢাকাস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আমি সম্মেলনের উপদেষ্টামন্ডলী বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি এবং প্রতিবন্ধিতা ইনক্লুসিভ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের চেয়ারপার্সন মিজ সায়মা হোসেন এর পরামর্শ ও নির্দেশনার জন্য বিশেষভাবে ঋণী।
The first Dhaka Conference in 2015 brought together disability inclusive disaster risk management policy makers, experts, advocates and practitioners from 26 countries.
২০১৫ সনে অনুষ্ঠিত প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশে অনুষ্ঠিত ১ম আন্তর্জাতিক সম্মেলনে ২৬টি দেশের প্রতিবন্ধিতা ইনক্লুসিভ দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত নীতি নির্ধারক, বিশেষজ্ঞ, এডভোকেটস এবং পেশাজীবি একত্র হয়েছিলেন।
know the location
and come easy
Bangabandhu International
Conference Center (BICC)
West Agargaon,
Dhaka 1207, BANGLADESH
অবস্থান জানুন
এবং সহজে আসুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)
পশ্চিম আগারগাঁও,
ঢাকা-১২০৭,বাংলাদেশ
Project Office:
SMoDMRPA
Venture Tower, 3 rd Floor
Plot: 3, Mohakhali C/A
Dhaka 1212, Bangladesh
Phones: 88-02-9896350, 01714216205
E-mail: dkconf18@modmr.gov.bd
Facebook: fb.com/dkconf18
প্রকল্প অফিস:
SMoDMRPA
ভেঞ্চার টাওয়ার, ৪র্থ তলা
প্লট নং-৩, মহাখালী, বাণিজ্যিক এলাকা
ঢাকা-১২১২, বাংলাদেশ
ফোন-৮৮-০২-৯৮৯৬৩৫০
মোবাইল-০১৭১৪২১৬২০৫
ই-মেইল: dkconf18@modmr.gov.bd
ফেইসবুক : fb.com/dkconf18